অাপনারা অারেকটি বিস্ময়কর অার্টিকেল পড়তে শুরু করেছেন। অাজকে অামি শেখাবো, কীভাবে মাত্র এক ক্লিকে নিজের স্মার্টফোনের চার্জ ফুল(১০০%) করবেন।
এই বিষয়টি অবাক হওয়ার মতোই।৯৯% লোক এ বিষয়ে জানে না।

কিছু বিভ্রান্তি

অাপনাদের মধ্যে বেশিরভাগ লোকই নিশ্চয়ই এটিকে ভুয়া ভাবছেন?
এরকম ভাবা কোনো অযৌক্তিক নয়।খুবই যৌক্তিক একটি চিন্তা।

কিন্তু একটু সময় ধরে পুরো অার্টিকেল শেষ পর্যন্ত পড়লে নিশ্চয়ই ঠকবেন না।অাপনিও বিশ্বাস করতে শুরু করবেন🤓।

হুম! একদম সত্য কথা।তাই অার দেরি না করে নিচের দিকে স্ক্রল করে সকল পদ্ধতিগুলো দেখুন।


বি.দ্র.এক্ষেত্রে কোনো প্রকার চার্জার বা পাওয়ার ব্যাংক লাগবে না।

বকবক না করে সামনের দিকে এগোচ্ছি😁।
সর্বপ্রথম নিজের ফোনের সেটিং অ্যাপে ঢুকুন- 



 এরপর কষ্ট করে নিচের দিকে স্ক্রল করে System নামক অপশনে ক্লিক করুন(তবে সব মোবাইলে নিচের মতো দৃশ্য দেখাবে না🙃)-



 এরপর "About Phone" এ ক্লিক করুন-



 এরপর নিচের দিকে স্ক্রল করে "Build Number" অপশনে ক্লিক করুন-



 এরপর back button ক্লিক করে পিছনে অাসুন এবং Advanced এ ক্লিক করুন-



 এরপর নিচের দিকে স্ক্রল করে "Developer Option" বাটনে ক্লিক করুন-



 এরপর পুরো পেজটা ঘেটে নিম্নে প্রদত্ত চিত্রের অপশনটি খুঁজে বের করুন-



 এরপর চিত্রানুযায়ী দুটো অপশনই চালু রাখুন।-



 এইটুকুই ছিল এই অার্টিকেলের বিষয়।যদি চার্জ অাগের অবস্থায় অানতে চান।তাহলে ঐ দুটো অপশন বন্ধ করুন।
এই পদ্ধতিটা নিজের বন্ধুদেরকে বোকা বানানোর জন্য ব্যবহার করতে পারেন😁।

তাহলে এই পদ্ধতি ব্যবহার করে নিজের বন্ধুদের সামনে ম্যাজিকম্যান হতে দেরি করেন কেন?

 যদি পুরো অার্টিকেলটি বুঝে না থাকেন।তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। 



 অার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান।🥰

1 Comments

Post a Comment

Previous Post Next Post